প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসআই NSI এর কাজ কি?

nsi-এর-কাজ-কি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসআই NSI এর কাজ কি?

 


আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমাদের অনেকে আছেন যারা এন এস আই তে চাকুরির আবেদন করেছেন। অথবা এমনও আছেন যারা এনএসআই সম্পর্কে জানতে চান। আমার আজকের এই পোস্ট টা তাদের নিয়ে। এনএসআই NSI এর কাজ কি এই সম্পর্কে যারা এখনো জানেন না,তারা আমার এই পোস্টটা পড়ে আশা করি উপকৃত হবেন। তাই সংগেই থাকুন বেচব ডট কমে। আপনার মোবাইলে বুকমার্ক করে রাখুন আমাদের সাইট টি।

এন.এস.আই আসলে কি? What is NSI(National Security Of Intelligence)

আমাদের মধ্যে এখনো কনফিউশান কাজ করে এন.এস.আই জিনিস্টা আসলে কি? এটার কাজ কর্ম দায়িত্ব কেমন। এন.এস.আই হচ্ছে বাংলাদেশের প্রধান সরকারী গোয়েন্দা সংস্থা। এটি সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রতিটি দেশের প্রধান প্রধান এক বা একাধিক গোয়েন্দা সংস্থা আছে। যেমন আমাদের পাশ্ববর্তী দেশ ভার‍তের আছে RAW,CIA,CBI, যুক্তরাষ্ট্রের FBI, ইসরাইলের মোসাক ইত্যাদি। ঠিক তেমনই বাংলাদেশের আছে NSI(NATIONAL SECURITY OF INTELLIGENCE). বাংলাদেশে এন.এস.আই ছাড়াও আছে- CID(CENTRAL INTELLIGENCE DEPARTMENT),DB(DETECTED BRANCH),PBI(POLICE BUREAU OF INTELLIGENCE), সেনাবাহিনীর আছে- সেনাগোয়েন্দা বিভাগ,বিমান বাহিনীর আছে- বিমান বাহিনী গোয়েন্দা শাখা,নৌবাহিনীর আছে- নৌ গোয়েন্দা ইউনিট। ইত্যাদি। এগুলো হচ্ছে বাহিনীর অভ্যন্তরে গোয়েন্দা তথ্যসরবরাহকারি বিশেষ শাখা। কিন্তু nsi হলো প্রধান সরকারী সংস্থা। এটি স্বাধীন সংস্থা। এটি বাংলাদেশের বাইরে ও ভেতরে গোয়েন্দাতথ্য সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে সরবরাহ করে। যেমন- কোন সরকারী চাকুরীজীবী,মন্ত্রী,সচিব,উপমন্ত্রী,সংসদীয় সদস্যদের অনিয়ম,দূর্নীতির গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে পাঠানো হচ্ছে এনএসআই এর প্রধান কাজ। আরো পড়ুন- Bangladeshi gov job exam pattern 2021

এন.এস.আই এর চাকুরীর পদক্রম | NSI Rank 2021

এনএসআই কর্মকর্তাদের পদোন্নতি ধারা নিচে যথাক্রমে দেয়া হলো।
  1. মহাপরিচালক
  2. পরিচালক
  3. সহকারী পরিচালক
  4. ফিল্ড অফিসার
  5. জুনিয়র ফিল্ড অফিসার
  6. ওয়াচার কন্সটেবল
  7. আর্মড কন্সটেবল
পড়ুন-How to income from online through adsense 

এখন আসি মহাপরিচালক সম্পর্কে। এই পোস্টটা বাহিনীর প্রধান সমপর্যায়ের পোস্ট। এই পোস্টে পদায়ন পান বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল সমপদধারী ব্যক্তি। তবে এনএসআইয়ের নিজস্ব পরিচালক পোস্ট থেকে মহাপরিচালক পোস্ট পদোন্নতি এখন সময়ের দাবী।এই পোস্টটি সচিব সম মান পর্যায়ের পোস্ট। পরিচালক পোস্ট টা সহকারী পরিচালক পোস্ট থেকে সরাসরি পদোন্নতির মাধ্যমে পুরন করা হয়ে থাকে। একইভাবে পরবর্তী পোস্ট গুলো নিচের পোস্টের পদোন্নতির মাধ্যমে পূরন করা হয়। চলমান কিছু চাকুরীর বিজ্ঞপ্তি -

এনএসআই NSI এর চাকুরির সুযোগ-সুবিধা

এনএসআই কর্মকর্তারা বিভিন্ন ভাবে সুযোগসুবিধা প্রাপ্তহন। একনজরে সুবিধাসমূহ-
  • চাকুরির শুরু থেকে সরকারি বেতনভাতা
  • ঝুঁকিভাতা
  • রেশন
  • সন্তান ও পরিবারের ফ্রী চিকিৎসাসেবা
  • বিদেশে প্রশিক্ষন
আশা করি আপনারা এনএসআই NSI এর কাজ সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোন অস্পষ্টতা কাজ করে নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। শুভকামনা রইল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসআই NSI এর কাজ কি? প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসআই NSI এর কাজ কি? Reviewed by Admin on September 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.